Advertisement

Responsive Advertisement

টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় শ্রীকান্তবাড়িতে সফল এক্স-রে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।


আগরতলা, ৮ নভেম্বর : দক্ষিণ ত্রিপুরার কোয়ফাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত শ্রীকান্তবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ৩ নভেম্বর ২০২৫, সোমবার টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় একটি বুকের এক্স-রে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। শ্রীকান্তবাড়ি এডিসি গ্রামে আয়োজিত এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল যক্ষা রোগের প্রাথমিক সনাক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধি। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয়ের সুবিধা স্থানীয় বাসিন্দাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়, যাতে ফুসফুসে কোনও অস্বাভাবিকতা থাকলে তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে মোট ৩০ জন রোগীর এক্স-রে পরীক্ষা সম্পন্ন হয়, যার মধ্যে ৪ জনের ক্ষেত্রে অস্বাভাবিকতা সনাক্ত করা হয়। সন্দেহভাজন রোগীদের কাছ থেকে থুতু সংগ্রহ করে CBNAAT পরীক্ষার মাধ্যমে যক্ষা রোগের চূড়ান্ত সনাক্তকরণের ব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অভিজ্ঞ এক্স-রে টেকনিকাল স্টাফ শ্রী চিং থাই মগ ও সাব্রুম মহকুমা হাসপাতালের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভিসর শ্রী সুকান্ত দাস।

এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসেবে উপস্থিত ছিলেন দমন কিশোর ত্রিপুরা (এমপিডব্লিউ), শুভঙ্কর শীল (কমিউনিটি হেলথ অফিসার), মুখাংতি রিয়াং (আশা) এবং চন্ডিমালা ত্রিপুরা (আশা)। স্থানীয় বাসিন্দারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে যক্ষা রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন।
কমিউনিটি হেলথ অফিসার শুভঙ্কর শীল বলেন, “আজকের এই উদ্যোগ গ্রামীণ জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টিবি নির্মূলের লক্ষ্যে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।” আয়ুষ্মান আরোগ্য মন্দির কর্তৃপক্ষ, কোয়ফাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের যৌথ সহযোগিতায় এই ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়।

এই ধরনের উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে এবং যক্ষা রোগ নির্মূলে সরকারের প্রচেষ্টাকে বাস্তব রূপ দিতে সহায়ক ভূমিকা পালন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ