Advertisement

Responsive Advertisement

সাফল্যের গল্প: ছোট্ট আয়ানের হৃদয়ের জয়যাত্রা


আগরতলা, ৯ নভেম্বর : আয়ান জন্ম নিয়েছিল খুবই ছোট্ট একটি সমস্যাকে নিয়ে — Congenital Heart Disease (CHD)। জন্মের পর থেকেই মা লক্ষ্য করলেন, আয়ান একটু বেশি কাঁদে, খেতে অসুবিধা হয় এবং খাওয়ার সময় ঘেমে যায়। সবাই বলত, “বাচ্চারা তো এমনই করে,” কিন্তু মায়ের মন বুঝে নিয়েছিল — কিছু একটা ঠিক নেই।
ছোট্ট আয়ানকে ডাক্তারের কাছে নেওয়া হল। পরীক্ষা করে জানা গেল, তার হৃদয়ের মধ্যে ছোট একটি ছিদ্র রয়েছে — যাকে বলা হয় Ventricular Septal Defect (VSD)। প্রথমে মা–বাবা খুব ভয় পেয়ে গেলেন। "হৃদয়ের রোগ" — কথাটাই যেন বুকের ভেতর ধক করে ওঠানো একটা শব্দ। কিন্তু ডাক্তার শান্তভাবে বললেন, “সময় মত চিকিৎসা করলে আয়ান সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।”
ডাক্তারের কথায় শক্তি পেয়ে পরিবার আয়ানের চিকিৎসা শুরু করল — নিয়মিত চেকআপ, ওষুধ, আর বিশেষ যত্ন। কয়েক মাস পর সিদ্ধান্ত নেওয়া হল ক্যাথেটার পদ্ধতিতে ছোট্ট ছিদ্রটি বন্ধ করা হবে।
অস্ত্রোপচার নয় — খুবই মিনিমালি ইনভেসিভ একটি নিরাপদ পদ্ধতি।
অবশেষে অপারেশনের দিন এল। মা-বাবার চোখে চোখে শুধু প্রার্থনা আর ভরসা। চিকিৎসক দল অত্যন্ত দক্ষতার সাথে প্রক্রিয়াটি সম্পন্ন করলেন। কয়েকদিন হাসপাতাল থাকার পর আয়ান যখন হাসিমুখে বাড়ি ফিরল, তখন যেন আকাশ-পাতালকে ধন্যবাদ জানাল তার পরিবার।
আজ আয়ান ছয় বছর বয়সী, দৌড়ায়, খেলাধুলা করে, স্কুলে যায় — অন্য যেকোনো বাচ্চার মতোই।
তার হৃদয় এখন পুরোপুরি সুস্থ।
মা বলেন —
 “সমস্যা ধরা পড়লে ভয় পাবেন না। ঠিক সময় চিকিৎসা করান। আজ আয়ান বেঁচে আছে আমাদের বিশ্বাস, ডাক্তারদের দক্ষতা আর আধুনিক চিকিৎসার জন্য।”
এই গল্প আমাদের কী শেখায়?
লক্ষণগুলোকে গুরুত্ব দিন — যেমন খেতে অসুবিধা, ঘেমে যাওয়া বা বেশি ক্লান্তি দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সময়মতো চিকিৎসা হলে বেশিরভাগ Congenital Heart Disease সম্পূর্ণ ভালো করা সম্ভব।
ভয়ের মধ্যে নয় — আশার আলোতেই পথ খুঁজুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ