Advertisement

Responsive Advertisement

TRLM এর হাত ধরে স্বনির্ভরতার পথের আলো — মাধবী দেবনাথের সাফল্যের গল্প

 


সুদীপ নাথ, আগরতলা, ৯ নভেম্বর: রাজ্যের ঊনকোটি জেলার কুমারঘাট আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের এক সাধারণ গৃহবধূ আজ এলাকার অনুপ্রেরণা — এই পরিচয়ে পরিচিত হচ্ছেন মাধবী দেবনাথ। ‘সচেতন’ নামে একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় সদস্যা মাধবী, যার গোষ্ঠী ‘পূর্ণলক্ষ্মী ভিও’-এর অন্তর্গত।
নিজের জীবনে কিছু আলাদা করার ইচ্ছা থেকেই মাধবীর সাফল্যের যাত্রা শুরু। ২০২৪ সালের মে মাসে তিনি উদীয়মান সি এল এফ থেকে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। এই অর্থের সঠিক ব্যবহার করে তিনি শুরু করেন একটি পোলট্রি ফার্মের কাজ। পরিশ্রম, অধ্যবসায় ও যত্নের ফলে খুব অল্প সময়েই সেই উদ্যোগ লাভজনক হয়ে ওঠে। বর্তমানে তাঁর মাসিক আয় প্রায় ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা।
শুধু তাই নয়, নিজের উদ্যোগে স্থানীয় বাজারে একটি ছোট দোকানও চালু করেছেন তিনি, যা তাঁর পরিবারের অতিরিক্ত আয়ের উৎস হিসেবে কাজ করছে। মাধবীর এই সাফল্যের গল্প আজ তার গ্রামের অন্যান্য মহিলাদের মধ্যেও নতুন উদ্যম ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছে।
মাধবী দেবনাথ প্রমাণ করেছেন— সুযোগ ও আত্মবিশ্বাস থাকলে প্রতিটি নারীই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর অদম্য মানসিক শক্তি, পরিশ্রম, এবং উদীয়মান সি এল এফ -এর সার্বিক সহায়তা।
উদীয়মান সি এল এফ -এর পক্ষ থেকে মাধবী দেবনাথকে আন্তরিক শুভেচ্ছা ও আগামীর পথচলার জন্য অসংখ্য শুভকামনা জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ