Advertisement

Responsive Advertisement

বর্ডার গোলচক্কর এলাকার সংঘর্ষের ঘটনায় আটক চার




আগরতলা, ১০নভেম্বর : রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকার দুই গোষ্ঠীর সংঘর্ষে গ্রেফতার চার অভিযুক্ত। তবে আশঙ্কার কোন কারণ নেই, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। সোমবার পশ্চিম থানায় বসে এই সংবাদ জানালেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ।
রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় রবিবার সন্ধ্যা রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুটি দোকান ভাঙচুর হয়। একজন ছাত্রকে মারধর করা হয়।ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গোলচক্কর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক বর্ডার গোল চক্কর এলাকায় ছুটে যান।নামানো হয় র‍্যাপিড একশন ফোর্সের বাহিনী। রাতভর চলে পুলিশের ফ্ল্যাগ মার্চ। এই ঘটনায় দুটি মামলা হয়। দুটি মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করে। সোমবার পশ্চিম থানায় এই সংবাদ জানান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ। তিনি জানান, ঘটনার তদন্ত জারি রয়েছে। বর্ডার গোলচক্কর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পরিস্থিতি সম্পন্ন নিয়ন্ত্রণাধীন বলেও দাবি করেন তিনি।
এদিন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ঘটনাটি মূলত দুই দলের মধ্যে। বাক-বিতন্ডাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। জাতিগত কোনো ঘটনার নয় বলে জানান তিনি। রবিবার সন্ধ্যা রাতের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গোলচক্কর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ