Advertisement

Responsive Advertisement

আনন্দমার্গের ৩ দিন ব্যাপী সেমিনারের সমাপ্তি




আগরতলা, ১৩ জুলাই:  আনন্দমার্গ প্রচারক সংঘের আগরতলা শাখার উদ্যোগে তিন দিন ব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানীর কলেজটিলাস্থিত আনন্দমার্গ স্কুলে। সেমিনারে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেন কলকাতা থেকে আগত আচার্য শুভদীপানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধান্দ অবধূত। রবিবার আনন্দমার্গ স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয়। আলোচনার মূল বিষয় ছিল বর্তমান সামাজিক অবক্ষয় ও অর্থনৈতিক বৈশম্য দূর করে একটি আদর্শ সমাজ গঠন করতে চাই আধ্যাত্মিক জাগরণ। আলোচনাসভায় আগরতলা ডায়াসিসের শতাধিক মার্গী ভাই বোন অংশগ্রহন করেন বলে জানানো হয়। এদিকে ১২ জুলাই আনন্দমার্গের একটি কীর্তন শোভাযাত্রা আগরতলা শহর পরিদর্শন করে বলেও জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে আনন্দমার্গ এর বিশিষ্ট অবধূত অবধূতীকারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ