ধর্মনগর, ১৩ জুলাই : রবিবার দুপুরে উত্তর জেলার হাসপাতাল চত্বরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হাসপাতালের তিনতলা থেকে ৭০টি ব্যাটারি গাড়িতে তুলছিলেন সনজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তি। টিআর-০২-এল-১৫৭১ নম্বরের গাড়িতে ছিলেন চালকসহ সাতজন শ্রমিক। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ক্লিনিং সুপারভাইজার সিদ্ধার্থ দেব তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সনজিৎ জানান, তিনি উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের সুমন সাহার কথায় ব্যাটারিগুলি মেরামতের জন্য নিয়ে যাচ্ছেন। কিন্তু মেডিক্যাল সুপার ও সিএমও-র সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ব্যাটারি স্থানান্তরের জন্য কেউই কোনও অনুমতি দেননি। এরপরই স্থানীয় লোকজনের সহায়তায় সনজিৎ ও তার গাড়ি আটক করে ধর্মনগর থানায় খবর দেওয়া হয়। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র আলোড়ন ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ