আগরতলা, ১৩ জুলাই : ঋতুচক্রের নিয়ম মেনে একন বর্ষা ঋতু, কিন্তু ইতিমধ্যেই ১২ মাসের ১৩ পার্বণের বাঙালি শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপূজাকে নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। তাই ইতিমধ্যে বিভিন্ন ক্লাবে শুরু হয়ে গিয়েছে পূজোর প্রস্তুতি। রাজধানী আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের আসন্ন ২০২৫ সালের দুর্গাপুজার থিম হলো দেশের শহীদদের শ্রদ্ধাঞ্জলি। ভারতের স্বাধীনতা এবং অখন্ডতা রক্ষায় যে সব জোয়ানরা জীবন দিয়েছে তাদের প্রতি সন্মান জানাতে এই শ্রদ্ধাঞ্জলি। রবিবার এক অনুষ্ঠানে জানালেন ক্লাবের সভাপতি ও সম্পাদক। ভারতের বীর সেনারা অতন্দ্র প্রহরায় রয়েছেন বলেই উৎসবের দিন গুলি আনন্দেকাটাতে পারি। ক্লাবের পক্ষ থেকে এদিন বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ রাজি ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট জনেরা। দেশ বন্ধু চিত্তরঞ্জন ক্লাবে আসন্ন শারদীয়া দুর্গা পূজার থিম উন্মোচন করেন রাজ্যসভার সংসদ রাজিব ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে মহিলার সংখ্যা ছিল নজর কাড়া। রাজীব বাবু এদিন মহিলাদের শক্তি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন আমরা নারী আমরা সবই পারি। মহিলাদের ক্ষমতায়নে কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তাও তুলে ধরেন তিনি।
0 মন্তব্যসমূহ