আগরতলা, ১৩ জুলাই : বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত গুচামুড়ার বড় ব্রিজের নিচে নদীতে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় এক ব্যক্তি মৃতদেহ নদীতে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন পুলিশকে। পরবর্তী সময়ে পুলিশ আসে ঘটনাস্থলে। জানান গত ৯ জুলাই থেকে শ্রীধর সরকার নামে ৬৬ বছরের এক ব্যক্তি নিখোঁজ ছিল এবং তাদের পরিবারকে খবর দিলে তারা দেহ দেখে দাবি করেন এই মৃতদেহ শ্রীধর সরকারের। এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় খুন না দুর্ঘটনা। শ্রীধরের বোন বলেন তার ভাইয়ের মতোই লাগে যদিও চিনতে পারেননি কারণ মুখ দেখা যায় না, মৃতের ভাই অভিযোগ করে তাকে মেরে হলে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ জানায় তদন্ত চলছে তবে ধারণা করা হচ্ছে এটি শ্রীধর সরকারের মৃতদেহ এবং কি ভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।
0 মন্তব্যসমূহ