Advertisement

Responsive Advertisement

প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত



আগরতলা, ৮ মে: ত্রিপুরা প্রদেশ বিজেপি এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। রাজধানী আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন
রাজ্যের প্রভারী তথা প্রাক্তন সাংসদ ডা রাজদীপ রায়র, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচাৰ্য, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেই সঙ্গে এই দিনের এই বৈঠকে সকল প্রদেশ পদাধিকারীগণ, মোর্চা সভাপতিগণ, আই.টি, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ইনচার্জরা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্যী।
প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকের পূর্বে গত ২২ এপ্রিল পহেলগামে সংগঠিত সন্ত্রাসী হামলায় নিজেদের জীবন বলিদানকারী নিরীহ মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ