আগরতলা, ৭ মে: কেন্দ্রীয় সরকার শ্রমিকদের অধিকার হরণ করেছে। এই সরকারের আমলে শ্রমিক কৃষকরা সর্বাধিক বঞ্চিত হচ্ছেন । শ্রমিকদের স্বিকৃত আইন লংঘন করেছে এই সরকার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগগুলি করেন সংযুক্ত কিষান মোর্চার রাজ্য শাখার সভাপতি পবিত্র করে। এদিন তিনি বলেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সারা ভারত কিষান মোর্চা এই সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। এই ধর্মঘটে অংশ নেবে দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়ন, বীমা, ব্যাঙ্ক, বিভিন্ন কর্মচারী সংঠন গুলি। বিজেপি সরকারের সমালোচনা করে পবিত্র কর বলেন, সরকার শ্রমিকদের স্বিকৃত আইন আট ঘন্টা কাজ লংঘন করে, ১২ ঘন্টা, ১৪ ঘন্টা কোথায়ও আবার ১৬ঘন্টা করার চেষ্টা করা হচ্ছে। দেশের মোদী সরকার শ্রমিকদের অধিকার হরণ করেছে। এই সরকারের আমলে শ্রমিক কৃষকরা সর্বাধিক বঞ্চিত। তাই আগামী ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন করছেন তারা।
0 মন্তব্যসমূহ