Advertisement

Responsive Advertisement

পুর নিগমের বিজেপি পরিচালিত বোর্ডের চার বছর পূর্তিতে ১৯ নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ




আগরতলা, ২ জানুয়ারি : আগরতলা পুর নিগমের বর্তমান বিজেপি পরিচালিত বোর্ডের চার বছর পূর্তি উপলক্ষে শহরের বিভিন্ন ওয়ার্ডে নানা সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার সকালে ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে প্রবীণ নাগরিক ও মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কৃষ্ণনগরস্থিত ১৯ নং ওয়ার্ড অফিসের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ পুর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মেয়র ও কর্পোরেটর নির্বাচিত উপভোক্তাদের হাতে শাল ও চাদর তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহর জুড়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে রাস্তা নির্মাণ, ড্রেন সংস্কার, পুকুর উন্নয়নসহ একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি দাবি করেন, আগামী কয়েক মাসের মধ্যেই আগরতলা শহরের চেহারায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে।
মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই আগরতলাকে স্মার্ট সিটি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বামফ্রন্ট সরকার ২০১৬ সাল পর্যন্ত পুর নিগম পরিচালনা করলেও স্মার্ট সিটির কাজ শুরু করতে পারেনি। বর্তমান সরকার ও পুর নিগম সম্মিলিতভাবে শহরের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে বলে তিনি দাবি করেন।
কর্পোরেটর ভাস্বতী দেববর্মা বলেন, শীতের সময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ