Advertisement

Responsive Advertisement

সরস মেলায় কাজের নিরিখে স্ব-সহায়ক দলের দিদি এবং কর্মীদের পুরস্কৃত করা হলো






আগরতলা, ২ জানুয়ারি :
সরস মেলা উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্ব-সহায়ক দলের দিদি ও কর্মীদের কাজের নিরিখে পুরস্কৃত করল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন (টিআরএলএম)। শুক্রবার বিকেলে রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সিইও তড়িৎ কান্তি চাকমা, সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ সিং জসওয়াল সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। অতিথিরা স্ব-সহায়ক দলের দিদি ও কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন।এদিন সরস মেলায় অংশগ্রহণকারী স্ব-সহায়ক দলগুলিকে স্টল সজ্জা, সর্বাধিক বিক্রি, পণ্যের গুণমান ও উপস্থাপনার মতো বিভিন্ন বিষয়ে বিচার করে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অধীনে টিআরএলএম-এর বিভিন্ন স্তরের কর্মীদেরও তাদের দক্ষতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার ভিত্তিতে সম্মাননা দেওয়া হয়। পশ্চিম জেলা অফিসের সুচিস্মিতা রুদ্র পালকে বেস্ট কোডিনেটর হিসেবে পুরস্কার দেওয়া হয়। 
আয়োজকদের মতে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কর্মীদের কাজের স্বীকৃতি প্রদান করা এবং ভবিষ্যতে আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগানো। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ব-সহায়ক দলগুলির দিদিরাই গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড এবং তাদের প্রচেষ্টার ফলেই স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ