আগরতলা, ১ জানুয়ারি : বছরের প্রথম দিনে ত্রিপুরাবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিশেষ উপহার। এদিন আনুষ্ঠানিক ভাবে আগরতলা - ধর্মনগর - আগরতলা এক্সপ্রেস ট্রেনের ICF র্যাক থেকে আধুনিক LHB র্যাকে রূপান্তর করা হয়। এই উপলক্ষে আগরতলা রেলওয়ে স্টেশনে ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মিনারানী সরকার, সুজিত রায় প্রমুখ।
0 মন্তব্যসমূহ