Advertisement

Responsive Advertisement

বছরের প্রথম দিনেই মন্ত্রীর হাত ধরে ১,০০০কেজি অর্গানিক সাদা তিল রওনা দিল বহি:রাজ্যে



আগরতলা, ১ জানুয়ারি : মানুষের কল্যাণে কাজ করার জন্য কোন বিশেষ দিনের প্রয়োজন হয় না, বছরের ৩৬৫ দিনই কাজ করা। ২০২৬ ইংরেজি নববর্ষের দিন রাজ্যবাসী সামনে এর রাজীব দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা স্টেট অর্গানিক ফ্রের্মিং ডেভেলপমেন্ট এজেন্সীর সঙ্গে যুক্ত সকলে এই বার্তা দিলেন। 
ইংরেজি বছরের প্রথম দিনেই ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ'র হাত ধরে মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়নের আওতায় ত্রিপুরা থেকে ১,০০০ কেজি জৈব সাদা তিল সফল ভাবে প্রেরণ করা হয়। মন্ত্রীসহ উপস্থিত আধিকারিকরা সবুজ পতাকা নেড়ে এই তিললের চালান বাহি গাড়ির যাত্রা শুরু করান। 
এর মাধ্যমে ২০২৬ সালের নতুন অর্গানিক বিপণন উদ্যোগের সূচনা হয়ে গেল। উক্ত জৈব সাদা তিলের চালানটি লোকনাথ অর্গানিক এফপিসি, ধলাই অর্গানিক এফপিসি এবং ইয়াপ্রি অর্গানিক এফপিসি যৌথ ভাবে বিপণন করেছে। তা আমুলের একটি সহযোগী প্রতিষ্ঠান গুজরাটের মিডিয়া মাইন্ডসে সরবরাহ করা হয়েছে। এটি জাতীয় বাজারে ত্রিপুরার জৈব কৃষিপণ্যের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে আরও সুদৃঢ় করল।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এই চালান শুধুমাত্র একটি বাণিজ্যিক সাফল্য নয়, বরং ২০২৬ সালের প্রথম দিনেই ত্রিপুরার জৈব কৃষিপণ্যের বাজার সম্প্রসারণের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আগামী দিনের রাজ্য থেকে আরও পাঁচ হাজার কেজি সাদা তিল রপ্তানি করা হবে। নতুন বছরে সরকার জৈব বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, কৃষকদের সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করা এবং রাজ্য ভিত্তিক, আন্তঃরাজ্য ও বিদেশে বিপণন সম্প্রসারণের লক্ষ্যে কাজ করবে। মন্ত্রী আরো জানান ২০২৪-২৫ অর্থবছরে রাজ্যের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অর্গানিক ভাবে উৎপাদিত খাদ্য সামগ্রী ব্যবসা হয়েছে।
মাননীয় মন্ত্রী আরও বলেন,
"২০২৬ সাল ত্রিপুরার জৈব কৃষির জন্য নতুন সম্ভাবনা, নতুন উদ্যোগ এবং নতুন বাজারের দ্বার উন্মোচনের বছর। এই চালান আমাদের কৃষক, এফপিসি এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।" এছাড়াও মাননীয় মন্ত্রী ইন্টারন্যাশনাল কম্পিটেন্স সেন্টার ফর অর্গানিক অ্যাগ্রিকালচার (ICCOA) এবং শীল বায়োটেক (Sheel Biotech)-এর গুরুত্বপূর্ণ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা সার্টিফিকেশন, গুণমান নিয়ন্ত্রণ ও বাজার সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে, মন্ত্রী ত্রিপুরার সকল কৃষক, এফপিসি, সংশ্লিষ্ট দপ্তর ও অংশীদার সংস্থার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন যে নতুন বছর কৃষক আয় বৃদ্ধি, শক্তিশালী ভ্যালু চেইন এবং টেকসই কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন।
মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়নের ম্যানেজিং ডিরেক্টর রাজীব দেববর্মা বলেন, বছরের প্রথম দিন থেকে অর্গানিক পণ্যের রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে সারা বছর আরো বিপুল পরিমাণে রাজ্য থেকে অর্গানিক পণ্য দেশ-বিদেশের রপ্তানি করা হবে। এই তিল গুলো প্রতি কেজি ১৩০ টাকা দরে বিক্রি করা হয়েছে। 
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার পুনরায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে যে, আগামী দিনে রাজ্যকে উত্তর-পূর্ব ভারতের একটি অগ্রণী জৈব কৃষি ও বিপণন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ