Advertisement

Responsive Advertisement

সিপাহীজলা চিড়িয়াখানার বাঘিনী তিনটি বাচ্চার জন্ম দিল


আগরতলা, ২২ মে : রাজ্যের একমাত্র সিপাহীজলা চিড়িয়াখানার খাঁচায় রয়েছে একজোড়া বাঘ এবং বাঘিনী। তারা প্রথমবারের মতো সন্তানের জন্ম দিয়েছে। একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন চিড়িয়াখানার ডিরেক্টর বিশ্বজিৎ দাস। তিনি আরো জানান গত ১১মে বাঘিনী তিনটি বাচ্চা প্রসব করে। 
তিনি আরো জানান, বিশাল বড় জায়গা জুড়ে বাঘেদের খাঁচাটি রয়েছে। এরমধ্যে বাঁশ বাগান আছে। এর মধ্যে বাঘিনী বাচ্চা প্রসব করেছে। প্রতিটি খাঁচার একপাশে প্রাণীরা রাত্রিবেলা যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য বিশেষ ঘর বানানো রয়েছে যাকে বলে নাইট শেল্টার। যদি এর মধ্যে বাচ্চা প্রসব করত তাহলে এগুলোর কাছে গিয়ে দেখভাল করা সম্ভব হতো। কিন্তু বাচ্চাগুলো বাঁশ বাগানের মধ্যে হওয়ায় এখনো তাদের পাশে গিয়ে দেখা সম্ভব হয়নি। কারণ সন্তান প্রসবের পর বাঘিনীরা অত্যন্ত হিংস্র হয়ে ওঠে বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে। তাই এই মুহূর্তে চিড়িয়াখানার কোন কর্মীকে বাচ্চাদের পাশে পাঠালে বাঘ আক্রমণ চালাতে পারে। তাই এখন দূর থেকে এবং সিসিটিভির মাধ্যমে বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিক ভাবে চিড়িয়াখানার চিকিৎসক দেখে বাচ্চাগুলোকে সুস্থ এবং স্বাভাবিক আছে বলে জানিয়েছেন। নাইট সেল্টারে বাচ্চাগুলো আরো ভালো অবস্থায় থাকতো, কিন্তু প্রাণীরা তাদের নিজেদের বৈশিষ্ট্য অনুসারে জঙ্গলের যে জায়গাটিকে নিরাপদ বলে মনে করেছে সেখানে প্রসব করেছে বলেও জানিয়েছেন তিনি। 
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাও তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বৃহস্পতিবার চিড়িয়াখানায় বাঘিনীর সবক প্রসবের বিষয়টি রাজ্যবাসীকে জানিয়েছেন। সেই সঙ্গে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ