Advertisement

Responsive Advertisement

রানী অহল্যাবাই হোলকার জন্ম জয়ন্তী উপলক্ষে ঋষ্যমুখে মিমি মজুমদারের নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত


আগরতলা, ২২ মে : পুণ্যশ্লোক রানী অহল্যাবাই হোলকার ৩০০ তম জন্ম জয়ন্তী উদ্যাপনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ৩৭ ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার এক বিশাল রেলির আয়োজন করা হয়। রেলিটি মন্ডলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। রেলিতে প্রচুর সংখ্যায় মানুষ সামিল হয়ে ছিলেন। 
রেলি শেষে সভার আয়োজন করা হয়, এর শুরুতে পুণ্যশ্লোক রানী অহল্যাবাই হোলকার'র দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকল নেতৃবৃন্দ। এদিনের এই কর্মসূচি সম্পর্কে মিমি মজুমদার বলেন, মহারানী যে একজন পূর্ণ আত্মা ছিলেন এবং মানুষের কল্যাণের তিনি জীবন সমর্পণ করেছিলেন এই বিষয়গুলো সকলের সামনে তুলে ধরা হচ্ছে। কিন্তু এই ধরনের এরকম মহান ব্যক্তিত্বের কথা ইতিহাসের পাতাতে তেমন একটা পাওয়া যায় না। তাই সাধারণ মানুষদের মধ্যে এই বীর গাঁথা ছড়িয়ে দিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন পূর্বতন কংগ্রেস সরকার শিশুদের পাঠ্যক্রমের মধ্যে রাজনীতিকে ঢুকিয়ে রেখেছিল যার কারনে ভারতের মহান মানুষদের কথা উল্লেখ করা হয়নি। রানী মানুষের কল্যাণে অনেক মন্দির সহ-সামাজিক কাজ করলেও আগে কেউ তার কথা স্মরণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ৩০০ বছর পর যোগ্য সম্মান দিয়েছেন বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ