Advertisement

Responsive Advertisement

কংগ্রেসের উদ্যোগে রাজ্য রাজীব গান্ধীর ৩৫ তম প্রয়াণ দিবস উদযাপিত


আগরতলা, ২১ মে : সারা দেশের সাথে রাজ্যেও বুধবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৫ তম প্রয়াণ দিবস উদযাপন করল কংগ্রেস দল, সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে প্রদেশ কংগ্রেস। এই উপলক্ষে বুধবার সকালে কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন  করে নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বিভিন্ন সংগঠনের পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস শোভা নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে কংগ্রেস ভবন থেকে নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা মৌন পদযাত্রা করে গান্ধী-ঘাটে গিয়ে প্রয়াত নেতার সমাধি স্থল সহ অন্যান্য রাষ্ট্রনায়কদের সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ।এই অনুষ্ঠান প্রসঙ্গে পি সি সি সভাপতি আশীষ কুমার সাহা বলেন ,দেশের যুবকদের নিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন রাজীব গান্ধী শক্তিশালী, স্বতন্ত্র এবং আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন ।তথ্য ও প্রযুক্তিতে বিশ্বের মধ্যে দেশকে অন্যতম রাষ্ট্র হিসেবে পরিগণিত করার প্রয়াস গ্রহণ করেছিলেন। এদিন  কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক জেলাগুলিতেও যথাযথ মর্যাদায় প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৫ তম মৃত্যু দিবস পালন করা হয়। 
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীজির প্রয়ান দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শহর আগরতলায় এক বর্ণাঢ্য মশাল রেলি করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ