Advertisement

Responsive Advertisement

অর্গানিক চাষের বিষয়ে আগরতলা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত





আগরতলা, ২১ মে : অর্গানিক কৃষিকে আরো ব্যাপক অংশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কেন্দ্র সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্র সরকারের এই নীতি অনুসরণ করে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর ব্যাপক কাজ করে চলছে। 
এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানী আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি সংলগ্ন কৃষি ভবনের কনফারেন্স হলে এস এল এস সি বীজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এ দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিওনের ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা, রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ড: রাজীব ঘোষ, রাজধানী আগরতলার এডি নগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান জয়েন ডিরেক্টর ড: উত্তম সাহা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পিনাকী দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পিঙ্কু বাচাল দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিওনের ত্রিপুরা শাখার উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত রাজ্যে কি ভাবে আরো বেশি করে অর্গানিক চাষ করা যায় এবং রাজ্যে উৎপাদিত অর্গানিক পণ্যগুলোকে দেশের বিভিন্ন রাজ্য এমন কি বিদেশে রপ্তানি করা যায় এই বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য আলোচনা করা হয়। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ