আগরতলা, ২মার্চ: আমবাসা মহকুমার এক প্রত্যন্ত গ্রামের ছেলে রোমিও রাঙ্খল, সে কমলাছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। জন্মগত ভাবে বিশেষ ভাবে সক্ষম হওয়া সত্ত্বেও ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় পা দিয়ে লিখে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। দারিদ্র্য, প্রান্তিকতা এবং শারীরিক প্রতিবন্ধকতা—তিনটি বড় চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করেই রোমিও এই সাফল্য অর্জন করেছে।
রোমিওর এই অসাধারণ কৃতিত্বের জন্য তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রাক্তন বিধায়িকা তথা বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার। তিনি রোমিওর মা-বাবাকেও আন্তরিক অভিনন্দন জানান তাকে অবিচল সমর্থন ও সাহস জোগানোর জন্য। মজুমদার বলেন, "রোমিওর সাফল্য আমাদের সমাজে নতুন আশা ও শক্তির বাতাবরণ তৈরি করেছে। রোমিও রাঙ্খলের জয় শুধু তার ব্যক্তিগত নয়—এটি সমাজের সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে এক অনবদ্য জয়গাথা। তার এই সাফল্যের পেছনে নিশ্চিতরূপে রয়েছে পরিবারের সীমাহীন ত্যাগ ও শিক্ষক-শিক্ষিকাদের ধৈর্যশীল সহায়তা। আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এটি এক নিরব বিপ্লব—যেখানে প্রত্যন্ত এক গ্রামের দরিদ্র পরিবারের সন্তান সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে প্রমাণ করেছে, ইচ্ছাশক্তির কাছে অসম্ভব বলে কিছু নেই।
0 মন্তব্যসমূহ