Advertisement

Responsive Advertisement

ড্রেনের কাজ শুরুর আগে এলাকা পরিদর্শনে নিগমের কমিশনার



আগরতলা, ২ মে : রাজধানী আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের অন্তর্গত এলাকা গুলির ড্রেন সংস্করণের কাজ হাতে নিয়েছে আগরতলা পুর নিগম। বিভিন্ন এলাকায় একযোগে কাজ চলছে। কোথাও সংস্কার তো কোথাও নতুন ভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে। শুক্রবার পুর নিগমের ৩২ নং ওয়ার্ড এর অন্তর্গত মাস্টারপাড়া এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের কমিশনার তথা পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা: বিশাল কুমার। সঙ্গে ছিলেন পুর নিগমের আধিকারিক, বাস্তুকার সহ এলাকার বিশিষ্ট জনেরা। কমিশনার ডা: বিশাল কুমার গোটা লাকা পরিদর্শন করে নিকাশি ব্যবস্থার হাল হাকিকত সম্পর্কে অবগত হন। দেখা যায় অধিকাংশ রাস্তার পাশেই পাকা ড্রেন নেই। তাই বর্ষায় জমা জল থেকে শহরবাসীকে মুক্তি দিতে ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে ডরাই নির্মাণের সিদ্ধান্ত নেয় পুর নিগম। কোথায় কিভাবে ড্রেন নির্মাণ ও সংস্কার করতে হবে সেই বিষয়ে খোঁজ নেন কমিশনার। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। কমিশনার জানান, শহরের নিকাশি ব্যবস্থা ও পানীয়জল পরিষেবার উপর বিশেষ গুরুত্ত দেওয়া হচ্ছে। তাই সেদিকে লক্ষ্য রেখেই এই প্রকল্প হাতে নেওয়া হয়। উল্লেখ্য শহরের বিভিন্ন জায়গায় এখন পাকা ড্রেন নির্মাণের কাজ চলছে। দিনে রাতে মিলিয়ে কাজ হচ্ছে। বর্ষার মরসুমের আগে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখার শেষটা করছে আগরতলা পুর নিগম। মেয়র ও কমিশনার দুই জন্যেই এই বিষয়ে বেশ তৎপর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ