Advertisement

Responsive Advertisement

সপ্তাহে অন্তত একদিন পুরনো কার্যকর তাদের বাড়ি যেতে হবে: মিমি মজুমদার


আগরতলা, ১ মে: বৃহস্পতিবার দিনভর ধলাই জেলায় একাধিক সাংগঠনিক কর্মসূচি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার। এদিন তিনি প্রথমে কুলাই টাউন হলে সাংগঠনিক বৈঠকে মিলিত হন। এই কর্মসূচিতে টাউন হল মহিলাদের উপস্থিতিতে ছিল কানায় কানায় পূর্ণ।
 বৈঠক শেষে তিনি আমবাসা মন্ডল এর অন্তর্গত কার্যকর্তার বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। তারপর তিনি মন্ডলের অন্তর্গত একাধিক মহিলা কার্যকর তার বাড়িতে যান এবং তাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মহিলা কার্যকর্তা যাতে আরো বেশি করে বলে আসে সেই বিষয়ে আলোচনা করেন এবং কেন্দ্র এবং রাজ্যের বর্তমান বিজেপি সরকার মানুষের বিশেষ করে মহিলাদের কল্যাণের যে সকল কাজ করছে তা যাতে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় এই আহ্বান রাখেন। 
 এরপর তিনি কমলপুর মন্ডল অফিসে সাংগঠনিক বৈঠকে মিলিত হন। কমলপুরের বৈঠকের পর তিনি আসেন তেলিয়ামুড়ায়। সেখানেও তিনি মহিলা কার্যকর তার বাড়িতে জনসম্পর্ক অভিযান কর্মসূচি করেন। সবশেষে তিনি খয়ের পুর মন্ডলে কার্যকর্তার বাড়িতে চায় পে চর্চা কর্মসূচিতে অংশ নেন। 
 মিমি মজুমদারের এই কর্মসূচিগুলিতে মহিলা কার্যকর তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি কর্মসূচিতে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 
 বক্তব্য রাখতে গিয়ে তিনি মহিলাদের প্রতি আহ্বান রাখেন বিশেষ করে যারা দলের বিভিন্ন স্তরে কার্যকর্তা হিসেবে পদে নিযুক্ত রয়েছেন তাদের প্রতি আহ্বান রাখেন নতুন পুরাতন সকল স্তরের কর্মী সমর্থকদের নিয়ে যেমন চলতে হবে পাশাপাশি যারা এখনো অন্যান্য দলের সঙ্গে রয়েছে তাদের কেউ যেন দলে নিয়ে আসা হয়। এক্ষেত্রে সরকার মানুষের জন্য বিশেষ করে মহিলাদের জন্য যে সকল কাজ করছে এই বিষয়গুলো তুলে ধরতে হবে। পাশাপাশি আগামী দিনেও মানুষের কল্যাণে যাতে এই সরকার কাজ করতে পারে তার জন্য দলকে আরো শক্তিশালী করার আহ্বান রাখেন উপস্থিত সকলের কাছে। সেই সঙ্গে তিনি বর্তমান কার্যকর তাদের প্রতি আহ্বান রাখেন সপ্তাহে অন্তত একদিন পুরাতন কার্যকর তাদের বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেওয়া হয়। এতে তারাও উৎসাহিত হবেন বলে জানান।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ