Advertisement

Responsive Advertisement

ক্যান্সার হাসপাতালে হেল্প ডেস্ক চালু করলেন মন্ত্রী টিঙ্কু রায়



আগরতলা, ১ মে : ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চালু হলো হেল্প ডেস্ক। রাজধানী আগরতলার অটল বিহারী বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার সেন্টারে এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা ক্যান্সার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী।
এখন পর্যন্ত রাজ্যে ৪ হাজার ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছেন যারা সামাজিক ভাতা পাচ্ছেন। আরো ১৫০ টি আবেদন পত্র জমা পড়েছে। চলতি মাসের মধ্যেই এই আবেদনপত্রগুলো মঞ্জুর করা হবে। ক্যান্সার আক্রান্ত রোগীদের সামাজিক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে নিয়মাবলী আরো সরলীকরণ হয়েছে। বৃহস্পতিবার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই হেল্প ডেস্ক এর উদ্বোধন করে এ কথাগুলি বলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী জানান, দপ্তর ও সাধারন নাগরিকদের জন্য বিশেষ দিন এটি। আগে ক্যান্সার আক্রান্ত যারা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতেন বা চিকিৎসা করাতে আসতেন তাদের সামাজিক ভাতা পাওয়ার জন্য সিডিপিও অফিসে আবেদনপত্র জমা দিতে হতো। সিডিপিও অফিসগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় অবস্থিত হওয়ায় এই আবেদনপত্র জমা দিতে দেরি হতো এবং আবেদনপত্র গুলি প্রক্রিয়ার মাধ্যমে অফিসে আসতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতো। এমনও ঘটনা হয়েছে সামাজিক ভাতা মনজুর হয়েছে কিন্তু সংশ্লিষ্ট পেশেন্ট আর বেচে নেই। এখন এই হেল্প ডেস্ক চালু হওয়ায় হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা হাসপাতাল থেকেই সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন। মন্ত্রী আরো জানান, সরকারি চাকরি করেন না এমন ক্যান্সার আক্রান্ত রোগী মাসের ২ হাজার টাকা করে সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তীসহ অন্যান্য আধিকারিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ