আগরতলা, ১৭ ডিসেম্বর: রাজ্যের কৃষির উন্নয়নের বিষয়টি এখন মাত্র আর রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, উন্নয়নের অগ্রগতি সম্পর্কে অবগত উত্তর-পূর্ব সহ গোটা ভারতের মানুষ। তাই রাজ্যের কৃষির উন্নয়ন দেখতে এবং এই বিষয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে রাজ্যে আসছেন ভিন রাজ্যের কৃষি প্রতিনিধি দল।
রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রটিতে গবেষণামূলক ব্যাপক কাজ করা হচ্ছে, এই প্রতিষ্ঠানের একটি রেপ্লিকা প্রতিষ্ঠান মিজোরামে তৈরি করার আগ্রহ রয়েছে আমাদের, এই অভিমত ত্রিপুরা সফরে আসা মিজোরাম সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের এক প্রতিনিধি।
রাজ্যের অন্যান্য দপ্তরের পাশাপাশি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং বিশেষ করে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তর দারুন উন্নয়ন মূলক কাজ করছে। রাজ্যের কৃষি ক্ষেত্রের উন্নয়নের বিষয়গুলো দেখে পাদের রাজ্যে এই মডেলকে কাজে লাগানোর উৎসাহকে সামনে রেখে মিজোরাম সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের প্রতিনিধি দল রাজ্য সফরে এসেছেন। এরা হলেন অধিকর্তা আর লাল নুনজিরা, যুগ্মঅধিকর্তা আর লাল রামহুলনি, সি মালসম কিমা, যুগ্মঅধিকর্তা ভি এল হামাংলাইডুঙা, উপঅধিকর্তা কে লালটলানমাইয়া, জেলা আধিকারিক লাল্লামযুয়ানি, উপঅধিকর্তা সিমন রোসান গ্লয়ান।
বুধবার এই প্রতিনিধি দলটি রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন। এদিন প্রতিনিধি দলের চারজন সদস্য গবেষণা কেন্দ্রে এলে এই কেন্দ্রের প্রধান ডঃ রাজীব বোস তাদেরকে উত্তরীয় এবং উপহার দিয়ে বরণ করে নেন। তারপর তাদেরকে গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়। তারপর তারা টিস্যু কালচার ল্যাব, এআরসির আলুর চারা উৎপাদনের গ্রীন হাউজ, টিপিএস আলু চাষের মাঠ, হাইড্রোফোনিক সেড এবং ফলের বাগান ঘুরে দেখেন। গবেষণা কেন্দ্রের কাজকর্ম দেখে তারা অভিভূত। তাই এই প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের কৃষির উন্নয়নের পরামর্শ নিতে চান।
0 মন্তব্যসমূহ