আগরতলা, ৩০ এপ্রিল : ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ওয়েস্টার্ন বাইপাস এন এইচ ০৮। লেম্বুছড়া থেকে সাবরুম পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ চলছে যা খোয়াই রাস্তার সঙ্গে সংযুক্ত হবে। সেই রাস্তা তৈরি করতে গিয়ে বর্ডার গোল চক্কর এলাকা থেকে জয়পুর ব্রিজ সংলগ্ন এলাকা পর্যন্ত রাস্তার দুদিকে বসবাসকারী জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সে সকল সমস্যা নিয়ে ওই এলাকার জনগণের উপস্থিতিতে বুধবার বর্ডার গুল চক্কর এলাকায় বৈঠক করলেন মেয়র দীপক মজুমদার। মেয়র ছাড়াও বুধবার দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা বিশাল কুমার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পুরেটর মনোজ কান্তি দেব রায়, কর্পুরেটর নিতু গুহ দে, রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
রাস্তা প্রশস্ত করার উদ্দেশ্যে ইতিমধ্যেই সরকার জায়গার সংস্থান করে ফেলেছে। রাস্তা প্রশস্ত করে তৈরি করতে যাওয়ার ফলে সমস্যা দেখা দিয়েছে
জল, বিদ্যুৎ ,গ্যাস লাইনের । রাস্তা নির্মাণের কাজ করতে গেলে কেটে যাচ্ছে গ্যাসের তার নয়তোবা কেটে যাচ্ছে গ্যাসের লাইন। ফলে সমস্যায় পড়তে হচ্ছে জনগণকে। পাশাপাশি ড্রেন না থাকার ফলে জল নিষ্কাশনে পড়তে হচ্ছে সমস্যায়। সেই সকল সমস্যা আজ উপস্থিত মেয়র সহ অন্যান্যরা শুনেন পাশাপাশি সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বলে জানান মেয়র দীপক মজুমদার।পাশাপাশি তিনি বলেন রাস্তার কাজ বন্ধ করা যাবে না। তবে জনগণের সমস্যার দিকটা দেখতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আগামীকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ