আগরতলা, ৩০ এপ্রিল : বিষ্ণুপ্রিয়া মনিপুরীদের জন্যে একটি কমিউনিটি সেন্টার গড়ে দিতে চলেছে রাজ্য সরকার। এর জন্যে ৩ গন্ডা জায়গা দিয়েছে সরকার। বুধবার কমিউনিটি সেন্টার এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। রাজধানীর অভয়নগর এলাকায় এই কমিউনিটি সেন্টার গড়ে তোলা হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা।
সোসিও কালচারাল সোসাইটি অফ বিষ্ণুপ্রিয়া মনিপুরী এই অনুষ্ঠানের আয়োজন করে। বিষ্ণুপ্রিয়া মনিপুরীরা এই উদ্যোগের জন্যে সরকারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান। তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলায় সন্তোষ ব্যক্ত করেন। কমিউনিটি সেন্টার নির্মাণ হলে এখানে বিষ্ণুপ্রিয়া মনিপুরীরা তাদের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা করতে পারবে। অনুষ্ঠানে মণিপুরী সমাজের লোকেদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
0 মন্তব্যসমূহ