আগরতলা, ৩০ এপ্রিল : রাজ্য বন দপ্তরের উদ্যোগ গান্ধীগ্রাম হাতিপাড়াস্থিত ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের৫৮টি রেঞ্জে মোটরবাইক বিতরণ করা হয়। এই মোটর বাইকগুলির মাধ্যমে বন কর্মীরা সংরক্ষিত বনাঞ্চল পাহারা দেবেন। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী রাজ্যে এতগুলি ৪ লেনের রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা নেই বলে অভিমত ব্যক্ত করেন। বলেন ত্রিপুরা ছোট পাহাড়ি রাজ্য। উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য নয়। তাই এত রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা নেই। এতো রাস্তা নির্মাণের ফলে বন ধ্বংস হচ্ছে। আর এই কারণেই বনমন্ত্রীর এই বক্তব্য। এদিন দপ্তরের পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। সংরক্ষিত বনাঞ্চল পাহারার জন্যে এই বছর গাড়ি কিনবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে বনমন্ত্রী বৃক্ষ রোপন করেন। সবুজ পতাকা নেড়ে বাইকগুলির যাত্রা শুরু করেন তিনি। পাশাপাশি মন্ত্রী এদিন কাচের চারা রোপন করেন অনুষ্ঠান প্রাঙ্গণে।
0 মন্তব্যসমূহ