Advertisement

Responsive Advertisement

ডুকলিতে এআরসি পদ্ধতিতে আলু চাষ নিয়ে কর্মশালা, কৃষকদের হাতে কৃষি সামগ্রী বিতরণ



আগরতলা, ১১ ডিসেম্বর: ডুকলি কৃষি মহাকুমার উদ্যোগে বুধবার এআরসি পদ্ধতিতে গুণগত মানসম্পন্ন আলু চাষ বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি মহকুমা অফিস প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচিতে কৃষকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা, রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ রাজীব ঘোষ, পশ্চিম জেলা উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুজিত দাস, ডুকলি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক ডঃ দেবব্রত পাল এবং এআরসি নোডাল অফিসার অরিন মজুমদার। বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত কৃষকরাও কর্মশালায় অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ৫০ জন কৃষকের হাতে উন্নতমানের কৃষি সামগ্রী বিতরণ করা হয়। বিশেষজ্ঞ বক্তারা এআরসি পদ্ধতিতে আলু চাষের প্রযুক্তি, সঠিক বীজ ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
২০২৪ সাল থেকে ত্রিপুরা সরকার এআরসি পদ্ধতিকে রাজ্যে সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে। এ পদ্ধতিতে জলের সাশ্রয়, কম জমিতে বেশি উৎপাদন এবং রোগজটিলতা কমার কারণে রাজ্যে আলু উৎপাদনের সম্ভাবনা আরও বাড়বে বলে কৃষি দপ্তরের আশাবাদ। ভবিষ্যতে আরও বেশি কৃষককে এই প্রকল্পের আওতায় এনে আলু উৎপাদনে স্বনির্ভরতা গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
ডুকলির এই কর্মশালা রাজ্যের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে এগিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ