আগরতলা, ৮ ডিসেম্বর : কাকড়াবন কৃষি মহকুমার উদ্যোগে সোমবার এ আর সিআলু চাষ নিয়ে প্রশিক্ষণ ও আলুর বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে
উপস্থিত ছিলেন গোমতী জেলার সভাধিপতি দেবল দেবরায়, স্থানীয় বিধায়ক জিতেন মজুমদার, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা , কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তপন দেব, রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ড. রাজীব ঘোষ প্রমুখ।
এ আর সি পদ্ধতিতে আলু চাষ নিয়ে বিস্তৃত আলোচনা করেন ড. রাজীব ঘোষ। উনার সঙ্গে এ আর সি প্রযুক্তির নোডাল অফিসার অরিন মজুমদার এই চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কাকড়াবণ কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজু মজুমদার ধন্যবাদ সূচক ভাষণ দেন।
এ আর সি প্রযুক্তি পরীক্ষা লব্ধ ফলের উপর জোডর দিয়ে বক্তব্য রাখেন বিধায়ক জিতেন মজুমদার ও জেলাধিপতি দেবল দেব রায়।
0 মন্তব্যসমূহ