Advertisement

Responsive Advertisement

এআরসি পদ্ধতিতে আলু চাষ বিষয়ক কর্মশালা ও আলুবীজ বিতরণ হয় কাকড়াবনে





আগরতলা, ৮ ডিসেম্বর :
কাকড়াবন কৃষি মহকুমার উদ্যোগে সোমবার এ আর সিআলু চাষ নিয়ে প্রশিক্ষণ ও আলুর বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে
উপস্থিত ছিলেন গোমতী জেলার সভাধিপতি দেবল দেবরায়, স্থানীয় বিধায়ক জিতেন মজুমদার, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা , কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তপন দেব, রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ড. রাজীব ঘোষ প্রমুখ। 
এ আর সি পদ্ধতিতে আলু চাষ নিয়ে বিস্তৃত আলোচনা করেন ড. রাজীব ঘোষ। উনার সঙ্গে এ আর সি প্রযুক্তির নোডাল অফিসার অরিন মজুমদার এই চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কাকড়াবণ কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজু মজুমদার ধন্যবাদ সূচক ভাষণ দেন।
এ আর সি প্রযুক্তি পরীক্ষা লব্ধ ফলের উপর জোডর দিয়ে বক্তব্য রাখেন বিধায়ক জিতেন মজুমদার ও জেলাধিপতি দেবল দেব রায়।
মোট চল্লিশজন কৃষককে পঞ্চাশ কেজি করে আলুর বীজ বিতরণ করা হয় এদিন। এদিনের এই কর্মশালা গিরে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ