Advertisement

Responsive Advertisement

রাজধানীতে প্রদেশ কংগ্রেসের সংবিধান বাঁচাও অভিযান



আগরতলা, ২৯ এপ্রিল : সর্বভারতীয় কংগ্রেস দলের গৃহীত দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীতে সংবিধান বাঁচাও অভিযান সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগামী মে মাস জুড়ে প্রতিটি জেলা এবং ব্লকে ব্লকে এই অভিযান সংঘটিত করা হবে। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীতে সংবিধান বাঁচাও অভিযান সংঘটিত করা হয় ।এই উপলক্ষে এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক রেলির আয়োজন করা হয় ।এই রেলির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ ।রেলিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ইনকাম ট্যাক্স অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই সংবিধান বাঁচাও রেলি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান ,২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যে রাজ্যে সংবিধান বাঁচাও অভিযান সংঘটিত করা হচ্ছে। সংবিধানকে কাটাছেড়া করে বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি দল ,কেন্দ্রীয় সরকার এবং আরএসএস। দেশের গণতান্ত্রিক বাতাবরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিলুপ্ত করার লক্ষ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস নেতৃবৃন্দের গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এই রেলি সংঘটিত করা হচ্ছে বলে জানান pcc সভাপতি।
এই রেলিতে প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা এবং ব্লক থেকে আগত কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি জানান ,মে মাস জুড়ে রাজ্যের প্রতিটি জেলায় এবং প্রতিটি ব্লকে এই ধরনের সংবিধান বাঁচাও অভিযান সংঘটিত করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ