আগরতলা, ৩০ ডিসেম্বর : বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী ইমাম মাহমুদে কাফেলা সংগঠনের সক্রিয় সদস্য রাজধানী থেকে আটক। ধৃত জঙ্গির নাম জাগির মিয়া। মঙ্গলবার সকালে তাকে রাজধানীর জয়পুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ত্রিপুরি পুলিশ, আসাম রাইফেলস ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্ত আসামের এইচডিএফ থানার একটি মামলার সাথে জড়িত ছিল এবং পলাতক ছিল।
জানা গেছে ধৃত জাকির মিয়া বাংলাদেশের জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ তথা জেএমবি এর শাখা সংগঠন ইমাম মাহমুদের কাফেলা জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য। মঙ্গলবারই তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। তবে বাংলাদেশের এই সক্রিয় জঙ্গি সদস্য গ্রেপ্তার নিয়ে রাজ্য পুলিশের কোন আধিকারিকের মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ