আগরতলা, ৩০ ডিসেম্বর: মঙ্গলবার পশ্চিম জেলার জিরানিয়া কৃষি মহকুমার অন্তর্গত বিশ্রামবাড়ি ভিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিবহন যান ও কৃষিকাজে ব্যবহৃত অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ-ইস্টার্ন রিজিওনের ফেজ–ফোর প্রকল্পের আওতায় এই সামগ্রীগুলি কৃষকদের মধ্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির মিশন ডাইরেক্টর রাজীব দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন জিরানিয়া বিএসসি চেয়ারম্যান শোভামনি দেববর্মা, সমাজসেবী জগদীশ দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার দাস, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস, এএসও জিরানিয়া মৌসুমী রিয়াং এবং সার্ভিস প্রোভাইডার জনবিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানে এলাকার বহু কৃষকও উপস্থিত ছিলেন।
এদিন কৃষকদের সুবিধার্থে একটি পরিবহন গাড়ি, দুটি পাওয়ার টিলার, একটি প্যাডি থ্রেশার এবং চারটি ব্যাটারি চালিত স্প্রেয়ার বিতরণ করা হয়। বক্তারা জানান, এই আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং কৃষিকাজ আরও সহজ ও লাভজনক হবে।
0 মন্তব্যসমূহ