Advertisement

Responsive Advertisement

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই


ঢাকা, ৩০ ডিসেম্বর: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোররাতে প্রয়াত হয়েছেন। তিনি বাংলাদেশ সময় সকাল প্রায় ৬টা নাগাদ রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, পরিবারের ও দলীয় সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। 
খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং দীর্ঘসময় দেশের রাজনীতির অন্যতম মুখ্য নেতৃত্ব। তিনি দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধি ছিলেন। 
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য প্রার্থনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। 
খালেদা জিয়া বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। তার অবদান এবং রাজনৈতিক জীবনের স্মৃতি বাংলাদেশে বহুদিন স্মরণীয় হয়ে থাকবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ