Advertisement

Responsive Advertisement

দক্ষিণ রাধাপুরে রাজ্য পরিকল্পনা প্রকল্পে গম ও মুগ ডালের কমিউনিটি বপন কর্মসূচি



আগরতলা, ৩০ ডিসেম্বর : পশ্চিম জেলার বেলবাড়ি কৃষি মহকুমার অন্তর্গত খুমলুং সেক্টরের দক্ষিণ রাধাপুর ভিসি এলাকায় রাজ্য পরিকল্পনা প্রকল্পের আওতায় গম ও মুগ ডালের বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় স্থানীয় কৃষক যতীন্দ্র দেববর্মার জমিতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাধাপুর ভিসির চেয়ারম্যান রাধারাণী দেববর্মা, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক তুষার কান্তি দাস, এএসও থমাস রিয়াং সহ এলাকার বহু কৃষক ও কৃষাণীরা।
কর্মসূচিতে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে গম ও মুগ ডাল চাষের গুরুত্ব তুলে ধরা হয় এবং কৃষকদের উন্নত বীজ ব্যবহারের পাশাপাশি সঠিক পরিচর্যার বিষয়ে দিকনির্দেশ দেওয়া হয়। অতিথিরা বলেন, এই ধরনের কমিউনিটি ভিত্তিক কৃষি কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথ প্রশস্ত হবে।
স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, সরকারের এমন সহায়তামূলক প্রকল্প ভবিষ্যতে কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠানের মাধ্যমে এলাকার কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ