আগরতলা, ৩০ এপ্রিল : প্রকাশিত হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৩ শতাংস। উচ্চ মাধ্যমিকে পাশের হার ৭৯.২৯ শতাংশ। এবছর অনেকটা আগেই ফল প্রকাশ করলো পর্ষদ।
এপ্রিল মাসে খাতা দেখা শুরু। এপ্রিলেই ফল প্রকাশ। এবছর অনেকটা আগেই মাধ্যমিক ও উচা মাধ্যমিকের ফল প্রকাশ করলো ত্রিপুরা মধ্যে শিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় ২৯ হাজার ৬৭০ জন। পাশের হার ৮৬.৫৩ শতাংস। এর মধ্যে এ ওয়ান গ্রেড পেয়েছে মাত্র ২২৮ জন। জেলার হিসাবে সবচাইতে ভালো ফল করেছে দক্ষিণ। তারপর গোমতী। তৃতীয় স্থানে সিপাহীজলা জেলা। ৩৪৫টি স্কুলে ১০০ শতাংস ছাত্র ছাত্রী পাশ করেছে। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে ২১ হাজার ৫০৬ জন। পাশের হার ৭৯.২৯ শতাংস। এর মধ্যে বিজ্ঞান বিভাগে এ ওয়ান গ্রেড পেয়েছে মাত্র ৮৪ জন। বাণিজ্য বিভাগে এ ওয়ান গ্রেড পেয়েছে শুধু মাত্র ৩ জন। কলা বিভাগে এ ওয়ান পেয়েছে ১৩৯ জন। জেলার হিসাবে উচ্চ মাধ্যমিকে সব চাইতে বেশি ছাত্র ছাত্রী পাশ করে সিপাহীজলা জেলা থেকে। তার পর দক্ষিণ জেলা। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম জেলা। বুধবার পর্ষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী।
এদিনের সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব দুলাল দে সহ অন্যান্ন আধিকারিকরা ছিলেন। জুন মাসের ১ বা ২ তারিখের মধ্যে শুরু হবে বছর বাঁচাও পরীক্ষা।
0 মন্তব্যসমূহ