অয়ন নাগ, ধর্মনগর, ৩০জুন : রবিবার গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার বাগবাসা থানার পুলিশ ৮নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের নাকা পয়েন্টে বিপুল পরিমাণ নেশা দ্রব্য হেরোইন দুই পাচারকারীকে আটক করে। এদিন ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ চুরাইবাড়ি থেকে আগরতলা অভিমুখী একটি নম্বরবিহীন নতুন মালবাহী সাদা রঙের বলেরো গাড়ি ট্রাই জংসন এলাকায় পৌঁছালে কর্তব্যরত পুলিশ গাড়িটিকে দাঁড় করায়।পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির সিট সহ গোপন কক্ষ থেকে সাবানের কেইছে মজুদ ৩৪ প্যাকেটে মোট চারশো আট গ্রাম হেরোইন উদ্ধার করে। সাথে আটক করা হয় মালবাহী বলেরো গাড়ি সহ গাড়িতে থাকা দুই হেরোইন পাচারকারীকে। ধৃতরা যথাক্রমে সোহেল মিয়া ও দিলোয়ার হোসেন। দুজনের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মানিক্যনগর ও বক্সনগরে।
পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় চার কোটি টাকা। হেরোইন গুলি অসম থেকে সোনামুড়া নিয়ে যাওয়া হচ্ছিল।একান্ডে বাগবাসা থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে খতিয়ে দেখছে একান্ডে কারা কারা জড়িত রয়েছে।সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।
0 মন্তব্যসমূহ