Advertisement

Responsive Advertisement

আগরতলা রেল স্টেশন থেকে ১১ বাংলাদেশি আটক, এদের মধ্যে ৫ যুবতী



আগরতলা, ৩০ জুন : ত্রিপুরা থেকে যত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে ততই যেন অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। এখন প্রায় রোজই আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকের ঘটনা ঘটছে। এবার এক সঙ্গে ১১ বাংলাদেশীকে আটক করলো জিআরপি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগরতলার রেল স্টেশন চত্বর থেকে ১১জন বাংলাদেশিকে আটক করেছে। তাদের মধ্যে ৫ জন মহিলা। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান , পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাওয়ার নাম বলে। ওড়িশা, কলকাতা, বেঙ্গালুরু নয়তো চেন্নাই। কাজের জন্যে এরা দালাল মারফত ভারতে আসে বলে জানায়। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়। বার বার এই ধরণের অনুপ্রবেশের ঘটনায় স্বাভাবিক ভাবেই সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন বাংলাদেশিদের অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না সেটাই প্রশ্ন সবার। এক্ষেত্রে বিএসএফ যে তাদের দায়িত্ব পালন করছে না তা বাংলাদেশীদের অনুপ্রবেশের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। 
বাংলাদেশি যুবতীরা সহজেই বেশি কামাইয়ের  ধান্দায় ভারতের বিভিন্ন শহরে দেহ ব্যবসার মত পেশায় জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ