Advertisement

Responsive Advertisement

পুর নিগমের ১২নম্বর ওয়ার্ডের বন্যা দুর্গত ৭টি শিবিরে জরুরী সবকিছু সরবরাহ করা হচ্ছে: সান্তনা সাহা


আগরতলা, ২৯ মে : সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে, এর ফলে রাজধানী আগরতলাসহ রাজ্যের নিচু এলাকা জলমগ্ন হয়েছে। আগরতলা পুর নিগমের ১২ নং ওয়ার্ডে অন্তর্গত বেশ কিছু এলাকাও জলমগ্ন হয়ে যায়। এর ফলে এই এলাকার প্রায় ১,০০০ মানুষকে বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় মোট সাতটি ত্রাণ শিবির চালু করা হয়েছে। বুধবারও এই শিবির গুলিতে লোকজন রয়েছেন। 
পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা সহ এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা ও শাসক দল বিজেপি তরফে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করা হচ্ছে। শিবিরে অবস্থানরত বন্যা দুর্গতদেরকে পরিশ্রুত পানীয় জল প্রয়োজনীয় ঔষধ, ছোট ছোট শিশুদেরকে দুধ বিস্কুট চিপস চকলেট কেক টিফিন হিসেবে দেওয়া হচ্ছে। পাশাপাশি খাবার হিসেবে ভাত রুটি মাছ মাংস ডিম ইত্যাদি পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। দুর্গত মানুষদের কোন থাকার কোন অসুবিধা যাতে না হয় তার জন্য মশার কয়েল, মোমবাতি সহ যাবতীয়সামগ্রী দেওয়া হচ্ছে। স্থানীয় কর্পোরেটর সান্তনা সাহা নিজে সকাল বিকাল এক ত্রাণ শিবির থেকে অন্য ত্রাণ শিবির গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন। বিজেপি নেতা প্রবীর রায়সহ অন্যান্য নেতাকর্মীরাও বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তারা নিয়মিত তাদের খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সামগ্রী সর্বরাহ করছেন। এমন পরিষেবা পেয়ে শিবিরে আসা লোকজন খুশি। কর্পোরেটর সান্তনা সাহা জানান ধীরে ধীরে জল কমতে শুরু করেছে কিন্তু কাটাখালের আশেপাশে এলাকাসহ যে সকল এলাকায় ঘরবাড়িতে বেশি জল ঢুকেছিল তাদের বাড়িতে জলের সঙ্গে কাদামাটি ঢুকে ঘর পুরো নোংরা হয়ে গিয়েছে। যতদিন না পর্যন্ত তাদের এইসব নোংরা পরিষ্কার করা হচ্ছে ততদিন পর্যন্ত তারা শিবিরে থাকবেন এবং তাদের জন্য পুষ্টিকর খাবারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। বিজেপি দলের কর্মী সমর্থক সহ স্থানীয় সমাজবিধায় এগিয়ে আসার জন্য তাদেরকেও ধন্যবাদ জানান কর্পোরেটর সান্তনা সাহা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ