Advertisement

Responsive Advertisement

জাতীয় সড়কে একটি মাল বোঝাই ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন

এই নিউজের ভিডিও দেখার জন্য এই লিংকে ক্লিক করুন 👈

উৎপল বৈদ্য, বিলোনিয়া, ২৯ মে : বুধবার সকাল শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র নগর এলাকায় জাতীয় সড়কে রাবার বোঝাই ট্রাক এবং বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ও শান্তিরবাজারের দমকল বাহিনীর কর্মীরা। মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস ও শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত তিনজনকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায় দুর্ঘটনায় আহতরা হলো ট্রাক চালক বাবুল মগ, হেল্পার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালকের বাড়ী পশ্চিম চরকবাই এবং বাকি দুইজন বাইখোড়ার এলাকার বাসিন্দা বলে জানা যায়। এই দুর্ঘটনায় বাইক চালকের খোঁজ পাওয়া যায়নি বলে জানা যায়। অনেকের অভিমত বাইকটি দাঁড়ান অবস্থায় ছিলো। তাই বাইক চালকের কিছু হয়নি। ট্রাকটি দ্রুতগতিতে থাকার ফলে নিয়ন্ত্রয় হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ