Advertisement

Responsive Advertisement

বিদ্যুৎ পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা পথ অবরোধ করলো

উৎপল বৈদ্য, বিলোনিয়া, ২৯ মে : রাজ্যে প্রতিনিয়ত বিদ্যুৎ দপ্তরের একাংশ কর্মীদের খামখেয়ালীপনায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এরইমধ্যে দেখাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম চরকবাই এলাকায় বিদ্যুৎ নিগমের খামখেয়ালীপনায় একটি গৃহপালিত পশু প্রান হারায়। এলাকাবাসীর অভিযোগ বিদ্যুৎতের তার খুঁটি থেকে ছিড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে। কর্মীরা তারটিকে একটি খুঁটির সঙ্গে রেখে চলে যায়। তারটিতে বিদ্যুৎতের সংযোগ থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। গৃহপালিত পশুর জায়গায় লোকজনেরা প্রান হারাতে হতো। এছাড়াও এই এলাকায় বিদ্যুৎতের তারের জন্য লোকজনেরা যাতায়তের অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। 
বিদ্যুৎতের বিভিন্ন সমস্যার কথা দপ্তরের কর্মী ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে জানালে তিনি লোকজনের সঙ্গে খারাপ ব্যাবহার করে বলে অভিযোগ। এলাকাবাসীরা জীবন দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পশ্চিম চরকবাই বাজারে পথ অবরোধে বসে। পরে প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ মুক্ত হয়ে রাস্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ