Advertisement

Responsive Advertisement

মাতৃভাষা সুরক্ষা দিবসের পুণ্য দিনে সামার হ্যাপিনেস প্রোগ্রামের যাত্রা শুরু ধর্মনগরে

এই নিউজ এর ভিডিও দেখার জন্য ক্লিক করুন লিংকে 👈

 
অয়ন নাগ, ধর্মনগর, ১৯ মে : মাতৃভাষা সুরক্ষা দিবসের পুণ্য দিনে সামার হ্যাপিনেস প্রোগ্রামের যাত্রা শুরু করলো উত্তর জেলা থেকেই প্রথম প্রয়াস। এই উপলক্ষে ধর্মনগর বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনের প্রাঙ্গনে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিক বৈঠক করেন দুই শিক্ষক যথাক্রমে অজন্ত রায় ও দেবাশিস দাস। একজন কাঞ্চনপুর মহকুমার সাতনালা বিদ্যালয়ের শিক্ষক অপরজন ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি বিদ্যালয়ের শিক্ষক। ধর্মনগর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের হাতে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের জন্য কিছু খাতা কলম, আর্ট পেন্সিল, খেলার সামগ্রী সহ নগদ অর্থ দুই হাজার টাকা তুলে দেন, এগুলো গরিব ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। অনেক দুস্থ ছাত্র-ছাত্রীরা রয়েছে যারা খাতা, কলম, খেলার সামগ্রী কিনতে পারেনা তাদের জন্যই এ সকল সামগ্রী তুলে দেওয়া হয় ধর্মনগর প্রেস ক্লাবের হাতে। 
 এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। তারা জানবেন কোন কোন ছাত্র ছাত্রীদের প্রয়োজন এ সকল সামগ্রী তাই সাংবাদিকদের হাতে তুলে দেন। গ্রীস্মের বিদ্যালয়ের ছুটিতে অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা পরিবার নিয়ে রাজ্যের বাইরে ঘুরতে যান আনন্দ করতে, কিন্তু এই দুজন শিক্ষক ভিন্ন ধরনের নজির সৃষ্টি করলেন উত্তর জেলায়, উনারা বলেন ঘুরতে গেলে টাকা খরচ হবে, যদি ওনারা সেই টাকা দিয়েই কারও সাহায্যে মুখের হাসির অংশীদার হতে পারেন তাহলে মন্দ কি! তাই উনারা ঘুরতে যাননি, সেই টাকার বিনিময়ে গরিব ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে খাতা, কলম, আর্টের সামগ্রী, খেলার সামগ্রী নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ