Advertisement

Responsive Advertisement

জ্বালানি তেল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে: সুশান্ত চৌধুরী



আগরতলা, ২০ মে : রাজ্যে পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান ও মজুত সন্তোষজনক রয়েছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশের জাটিঙ্গা-লামপুর এলাকায় গত ২৬ এপ্রিল অতিবৃষ্টিতে রেললাইনে ধূস পড়ায় রাজ্যে বেশ কিছুদিন রেলপথে পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আমদানী ব্যাহত হয়। এই পরিস্থিতিতে গত ১ মে থেকে রাজ্যে পেট্রোল-ডিজেল বিক্রয়ের উপর সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল। সেই সময় আইওসিএল'র সহযোগিতায় রাজ্যে পেট্রোল-ডিজেল এবং খাদ্যসামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যও সড়ক পথে আমদানী করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে রেলের সমস্যাদীর্ণ এলাকায় রেললাইন সারাইয়ের পর স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। এজন্য রাজ্যে পেট্রোল ও ডিজেল বিক্রয়ের উপর রাজ্য সরকারের তরফে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে পেট্রোল ও ডিজেলের দৈনিক গড় চাহিদা যথাক্রমে ২৭৫ কিলোলিটার ও ৩৬৫ কিলোলিটার। বর্তমানে রাজ্যে আইওসিএল'র ধর্মনগরস্থিত ডিপো সহ বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে মোট ১,৭০০ কিলোলিটার পেট্রোল এবং ২,৭২৬ কিলোলিটার ডিজেল মজুত রয়েছে। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান, রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর এফসিআই স্বাভাবিকভাবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানি করছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব অনিন্দ্য ভট্টাচার্য্য, খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী ও অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ