অয়ন নাগ, ধর্মনগর, ২মে : বৃহস্পতিবার সকালে উত্তর জেলার ধর্মনগর থানায় খবর আসে স্থানীয় সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডে একটি ঘর থেকে দূরগন্ধ বের হচ্ছে। খবর পেয়ে আধিকারিক হিমাদ্রি সরকার পুলিশ নিয়ে এলাকায় হাজির হন। দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ৭০ বছর বয়সী আলাউদ্দিনের মৃতদেহ পাওয়া যায়। আশঙ্কা করা হচ্ছে কেউ তাকে খুন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ময়না তদন্তের পর কবে মৃত্যু হয়েছে এবং খুন অন্য কোন কারণে মৃত্যু হয়েছে তার আসল কারণ জানা যাবে। আলাউদ্দিন একাই থাকতেন। সম্প্রতি বেশ কিছু টাকা যোগাড় করে ছিলেন হজে যাবেন বলে। কেউ তাকে মেরে তার টাকা নিয়ে গেছে বলে এলাকাবাসীরা দাবি করছে। তবে ঘরে টাকা এবং মোবাইল পাওয়া যায়নি। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
0 মন্তব্যসমূহ