Advertisement

Responsive Advertisement

বিজেপি আইটি সেলের উদ্যোগে আগরতলা জলছত্রের আয়োজন করা হয়


আগরতলা, ২মে : ত্রিপুরা প্রদেশ বিজেপির আইটি সেলের উদ্যোগে বৃহস্পতিবার এক জলছত্রের আয়োজন করা হয়। বর্তমান সময়ের রাজ্যজুড়ে যে তীব্র দাবদাহ চলছে এই বিষয়টিকে মাথায় রেখে এদিন রাজধানী আগরতলার বটতলা এলাকায় এই জলছত্রের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মিডিয়া সেলের কনভেনার চন্দন দেবনাথ, বিধায়িকা মীনা রানী সরকার, সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 এদিনের এই কর্মসূচি সম্পর্কে চন্দন দেবনাথ সংবাদ মাধ্যমকে বলেন, বিজেপি একটি চিন্তাভাবনাকে সামনে নিয়ে চলে তা হল সেবাই সংগঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই কথাই সবাইকে বলে থাকেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা এবং প্রদেশ সভাপতির রাজীব ভট্টাচার্যও বলেন যেখানে যে মানুষ অসুবিধার মধ্যে রয়েছে তাদের যেন সহায়তা করা হয়, মানুষের সেবা করলে সংগঠন মজবুত হবে। বর্তমান সময়ের দেশ জুড়ে তীব্রদেবদাহ চলছে। এই পরিস্থিতিতে মানুষদের যাতে সমস্যা না হয় তার জন্য ঠান্ডা পানিও দেওয়া হচ্ছে যে সকল মানুষ বাড়ির বাইরে কাজকর্মে বেরিয়েছেন। রাজ্যের প্রতিটি জেলাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ