Advertisement

Responsive Advertisement

তিন স্তরের নিরাপত্তায় থাকা ভোট বন্দি ইভিএম এর স্ট্রংরুম পরিদর্শনে রিটার্ণিং অফিসার


আগরতলা, ৩০এপ্রিল : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার মঙ্গলবার আগরতলার উমাকান্ত একাডেমীর ভোট বন্দি স্ট্রং রুম পরিদর্শন করেন। গত ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহন পর্ব সম্পন্ন হবার পর ১৪টি বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলি ত্রিস্তরীয় নিরাপত্তার মাধ্যমে উমাকান্ত একাডেমীর স্ট্রং রুমে সুরক্ষিত রয়েছে। সি আর পি এফ জওয়ানদের কয়েকটি প্লাটুন স্ট্রং রুমের পাহারায় ২৪ ঘন্টা ধরে নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। 
তাছাড়া ৭০ থেকে ৮০ টি সিসিটিভি ক্যামেরা ২৪ঘন্টা কাজ করে চলেছে। তিনি বলেন প্রায় প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই স্ট্রং রুমের নিরাপত্তার বিষয়ে খোজখবর নিয়ে চলেছেন। তাছাড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উমাকান্ত স্কুলে পাহারা দিয়ে চলেছেন। আগামী ৪ জুন ভোট গননার দিন যাতে কোন ধরনের অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করে চলেছে প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ