Advertisement

Responsive Advertisement

খোয়াইতে জলের ট্যাংকার উল্টে গুরুতর যখম চারজন

খোয়াই, ৩০এপ্রিল : জলের ট্যাঙ্কার উল্টে গুরুতর জখম চারজন। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে খোয়াই জেলা তুলাশিখর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে জিবি হাসপাতালের রেফার করা হয়েছে। বর্তমানে তারা জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এদিন আহতদের সঙ্গে জিবি হাসপাতালে আসা লোকজন জানান, আহতরা গাড়িতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এই সময় গাড়িতে ৬ থেকে ৭ জন ছিলেন তুলাসিকর এলাকায় আসার পর গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়। অগ্নি নির্বাপ দপ্তরের গাড়িতে করে আহতদের প্রথমে খোয়াই জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয় কিন্তু তাদের আঘাত গুরুতর হওযায় তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আহতরা হল যথাক্রমে নিখিল দাস, বয়স ৫৩ বছর,
মহাদেব দাস, বয়স ৪৫ বছর, লিটন দেব, বয়স ৩৪ বছর এবং স্বরূপ দেব, বয়স ৫১ বছর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ