Advertisement

Responsive Advertisement

নববর্ষে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় তার জন্য বাজার গুলিতে নজরদারি চালানো হবে : সুজিত রায়



                ফাইল ছবি 
আগরতলা, ১২এপ্রিল: বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যের প্রতিটি বাজারে মাছ মাংস মিষ্টি সহ অন্যান্য খাবার-দাবারের মূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 
উৎসব অনুষ্ঠানের দিনগুলিতে একাংশ অসাধু ব্যবসায়ী মানুষের ভাবাবেগের দুর্বলতাকে কাজে লাগিয়ে কালোবাজারি চেষ্টা করে। মুষ্টিমেয় কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর কারণে রাজ্যের গোটা ব্যবসায়ী সমাজের নাম খারাপ হয়। এই সকল অসাধু ব্যবসায়ী যাতে বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোন ধরনের কালোবাজারি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। শুক্রবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়ের নেতৃত্বে বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃত্বে সঙ্গে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১লা বৈশাখকে কেন্দ্র করে যাতে কোন ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি না করা হয়। এই বিষয়ে নজরদারি করার জন্য রাজ্যের প্রতিটি বাজারে বিশেষ টীম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা রাজ্যের ছোট বড় সব বাজারে নজরদারি চালাবে এবং যদি কোন ব্যবসায়ীকে অসাধু উপায় অবলম্বন করতে দেখে তাহলে তৎক্ষণাত শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হবে। মূলত সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুজিত রায়। তিনি আরো জানান এই বিষয়ের জন্য ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। তিনি আশা ব্যক্ত করেন এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে উৎসবের দিনে কেনাকাটা করতে পারবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ