Advertisement

Responsive Advertisement

কিষান মোর্চা টাকারজলা মণ্ডলের জনসম্পর্ক অভিযান ও কিষাণ চৌপাল অনুষ্ঠিত

আগরতলা, ১২এপ্রিল : কিষান মোর্চা টাকারজলা মন্ডলের উদ্যোগে এক জনসম্পর্ক অভিযান ও কিষান চৌপল অনুষ্ঠিত হয়। শুক্রবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ কমিটির সভাপতি প্রদীপ বরণ রায়, বিজেপি টাকারজলা মন্ডল সভাপতি শ্রী রবীন্দ্র দেববর্মা, সিপাহীজলা (উত্তর) জেলার সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা, টাকারজলা জনজাতি মোর্চা মন্ডল সভাপতি নন্দলাল দেববর্মা ও টাকারজলা মহিলা মোর্চা সভানেত্রী শরমা জমাতিয়া মহাশয়া। সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা টাকারজলা মণ্ডলে সভাপতি বুদ্ধ দেববর্মা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি টাকারজলা মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা স্বাধীনতার পর থেকে কংগ্রেস ও সিপিএম আমলে ত্রিপুরার জনজাতিদের প্রতি যে বঞ্চনা করা হয়েছে তার বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন বর্তমান সরকারের আমলে রাজ্যের জনজাতি ভাই বোন গন অনেক সুখ-শান্তিতে আছেন এখন আর অবিশ্বাসের পরিবেশ তৈরি হয় না দাঙ্গা হয় না এখন একটাই হয় সেটা হচ্ছে উন্নয়ন। বিশেষ অতিথির ভাষণে সিপাহীজলা উত্তর জেলার সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা দিল্লিতে ত্রিপরামাথা ত্রিপুরা সরকার ও ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন এখন উন্নতি হচ্ছে সমান সমান এবং ভবিষ্যতে আমরা জনজাতিরা সবাই মিলে এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে কাজ করে যাব। বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে টাকারজলার যে উন্নয়ন হয়েছে তা পরিসংখ্যান দিয়ে বিস্তৃত আলোচনা করেন এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথির ভাষণে প্রদীপ বরণ রায় বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে ত্রিপুরা কৃষকের যে সুযোগ সুবিধা হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী শুধু কিষান সম্মান নিধি বাবা এ পর্যন্ত ত্রিপুরার ২ লক্ষ ৫০হাজার কৃষককে ৬৮৪ কোটি ৮৪ লক্ষ টাকা ১৬ তম কিস্তির মাধ্যমে প্রদান করেছেন যেটা স্বাধীনতার পরে ও বিজেপির সরকারের আগে স্বপ্নেও কল্পনা করা যেত না। তিনি বলেন শৌচালয় থেকে শুরু করে আবাস যোজনার ঘর উজ্বলা যোজনায় রান্না গ্যাস কবিডের সময় বিনামূল্যে ইনজেকশন, ২,০০০ টাকা সামাজিক ভাতা, আয়ুষ্মান কার্ড গরিব মানুষের এসব সুযোগ সুবিধা বিজেপি সরকারের আমলেই হয়েছে। সিপিএম কংগ্রেস শুধু ভাষণ আর খুন সন্ত্রাসের রাজত্ব করে গেছে গরিব মানুষের উপকার করেনি। তিনি আরো বলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী তার গ্রামীন গরিব কল্যাণ যোজনার মাধ্যমে ভারতের ৮০কোটি মানুষকে গত চার বছর ধরে খাদ্য যোগিয়েছেন এবং সামনের চার বছর ও যোগাবেন যেটা পৃথিবীর মধ্যে একটা রেকর্ড। তিনি বলেন ত্রিপুরার জনসাধারণ আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসন থেকে মহারানী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি পদ্মফুল উপহার দেবেন এখন এটা সময়ের অপেক্ষা মাত্র। চৌপল বৈঠক শেষে টাকারজলা মন্ডলের বারো নং বুথে জনসম্পর্ক অভিযান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ