Advertisement

Responsive Advertisement

বামেরা মানুষের সমস্যা নিয়ে কুমির অশ্রু বিসর্জন করত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ এপ্রিল : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে মঙ্গলবার উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার গছিরামপাড়ায় এক নির্বাচনী জন সমাবেসের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাসহ সরিক দল আই পি এফ টি এবং তিপ্রামথা দলের নেতা কর্মীরা। 
এক সময়ের ব্রু রিয়াং শরণার্থী শিবির বলে পরিচিত এবং বর্তমানে তাদের বসবাসের স্থায়ী ঠিকানা গছিরাম পাড়ায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেন, এক সময় ব্রু রিয়াংদের শরণার্থী বলে ডাকা হতো, দীর্ঘ বছর তারা একই জাগায় ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের ফলে তারা এখন রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়েছেন। তাদের বসবাসের সুবিধার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারের তরফে সব ধরণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী নিজে দিল্লীতে গিয়ে একাধিক বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে কথা বলেছেন। তিনি আরো বলেন সমস্যা থাকতে পারে তবে কি করে সমস্যার সমাধান করা যায় এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। পূর্বতন সরকার সমস্যাগুলিকে দীর্ঘদিন ধরে জিয়ে রাখত, বামেরা সমস্যাগুলো রেখে মানুষদের সামনে কুমির অশ্রু বিসর্জন করত। কিন্তু বর্তমান সরকার মানুষের সব সমস্যার সমাধান করে যাতে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে এই কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের ত্রিপুরার রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্যান্যদের পাশাপাশি তাদের সমস্যাগুলো সমাধান করা হয়েছে। মানুষের কল্যাণে রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী আরো বলেন জনজাতিদের উন্নয়ন একমাত্র প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী করতে পারেন। তাই তিনি দেশের জনজাতি অংশের মানুষের কল্যাণে নানা কাজ করছেন। এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহবান রাখেন তিনি।
এদিনের সভায় প্রচুর সংখ্যক লোক সমাগম হয়। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন জনজাতি অংশের মানুষ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ