Advertisement

Responsive Advertisement

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী কাজের সময় কর্তব্যে অবহেলার দায়ে সাময়িক দরখাস্ত এক জন


আগরতলা, ২২এপ্রিল : পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে বাড়ি বাড়ি ভোট গ্রহণের সময় কর্তব্যে অবহেলার দায়ে দক্ষিণ ত্রিপুরা জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক ও সমাহর্তা দক্ষিণ ত্রিপুরা, চিফ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি (ন্যাশনাল হাইওয়ে) ডিভিশন গোর্খাবস্তি, আগরতলাকে, গৌতম সাহাকে (এলডিসি) চাকরি থেকে সাময়িক দরখাস্ত করার সুপারিশ করেন। গৌতম সাহা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ন্যাশনাল হাইওয়ে বাইখরা (শান্তির বাজার) ডিভিশনে, এলডিসি পদে কর্মরত। 
    উল্লেখ্য, গত ১৭ এপ্রিল, ২০২৪ ইং দক্ষিণ ত্রিপুরা জেলার ৪০-সাবরুম বিধানসভা ক্ষেত্রে ৮৫ উদ্ধ বয়স্ক নাগরিক এবং দিব্যংগজনদের বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালে সেকেন্ড পোলিং অফিসার গৌতম সাহা তৃতীয় ব্যক্তিকে ছবি তোলা এবং ভিডিও করার অনুমতি দিয়েছেন বলে ২-পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রের (সংরক্ষিত) রিটার্নিং অফিসার তথা ধলাই জেলাশাসক ও সমাহর্তার তদন্তে প্রমাণিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ