Advertisement

Responsive Advertisement

বাইখোড়া থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করলেন



শান্তিরবাজার, ২৬ মার্চ : মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানা সংলগ্ন এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। এতে স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর রাস্তায় পড়ে থাকা লোককে কেউ কোনো প্রকার সহায়তা করনি। দুর্ঘটনা স্থলে নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত টি আর জওয়ারাও কোনো সহায়তা করেননি বলে অভিযোগ। দুর্ঘটনার খবর পেয়ে পাশ্ববর্তী ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাস ঘটনা স্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করতে গেলে সেখানে কর্তব্যরত অমল দত্ত নামে এক টি এস আর জওয়ান প্রভুর উপর আক্রমন করে বলেও অভিযোগ। প্রভুর উপর আক্রমন করায় পরবর্তী সময় স্থানীয় লোকজন একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে এবং থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকাবাসীর অভিযোগ বাইখোড়া থানার ওসি সঠিক ভাবে নিজ দায়িত্ব পালন করছেন না। তিনি নিজ দায়িত্ব এড়িয়ে যান। দিনেও পথ অবরোধে ও দুর্ঘটনায় বিক্ষোভ প্রদর্শনের সময় ওসিকে দেখা যায়নি বলে দাবী মানুষের। বাইখোড়াবাসীর ক্ষোভ দেখে প্রভু করুনেশ্বর মাধব দাস ঘটনা স্থলে গিয়ে ক্ষুব্ধ লোকজনদের শান্ত করে পথ অবরোধ মুক্ত করেন। অবরোমুক্ত করে তিনি আহত ব্যক্তির খোঁজ খবর নিতে ছুটে যান শান্তিরবাজার জেলা হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্থ ব্যাক্তির অবস্থা আশঙ্কা জনক দেখে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। আহত ব্যক্তি পূর্ব পিলাক এলাকার বাসিন্দা, নাম পূর্ণ চরণ ত্রিপুরা বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ